
লোকাল নিউজ ডেস্ক : সৃজনে উন্নয়নে বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে ৩০ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের শিক্ষক/শিক্ষার্থীদের অংশ গ্রহনে উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রাটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ করে। র্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট।উপজেলা কৃষি কর্মকর্তা মো: জিয়াউর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল,সমাজসেবা কর্মকর্তা সহিদুজ্জামান মাহমুদ,প্রাথমিক শিক্ষা কর্মকতা শাহনেওয়াজ পারভীন,আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক,আজহারুল ইসলাম আজাহার প্রমূখ। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভার শুরু হয়।কোরআন তেলাওয়াত করেন প্রতিদিেিনর সংবাদের ভূঞাপুর প্রতিনিধি ইব্রাহীম ভূইয়া।এ উপলক্ষে সাংস্কৃতিক মন্ত্রনালয়ের সহযোগিতায় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ভূঞাপুর উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা। এবছর মেলায় ৭ টি স্টল বসানো হয়।