নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে সার্বক্ষণিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। রবিবার দুপুরে উপজেলা মিলনায়তনে এমসিএইচ-সার্ভিসেস ইউনিট,পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট,উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু সামা,উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল। স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর,টাঙ্গাইলের উপ পরিচালক মো.লুৎফুল কিবরিয়া। প্রধান অতিথি তার বক্তব্যে স্বাস্থ্য সেবা বঞ্চিত চরাঞ্চলের মানুষের জন্য ভাসমান এম্বুলেঞ্চ ও উপজেলার ৭ টি উপস্বাস্ব্যকেন্দ্রে গর্ভবতি মায়েদের পরিবহনের জন্য একটি করে অটোরিক্সা প্রদানের ঘোষনা দেন।
