নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন হাজী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ মার্চ) উপজেলার গোবিন্দাসী বাজার কেন্দ্রীয় মসজিদে স্থানীয় হাজীদের নিজস্ব অর্থায়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।গোবিন্দাসী ইউনিয়ন হাজী সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক মিয়া, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ইকরাম উদ্দিন তারা মৃধা।আরো উপস্থিত ছিলেন- গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম আমিন, গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ আলম শাপলা, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ আলী।এতে হাজী সংগঠনের সাধারণ সম্পাদক এএসএম সালা উদ্দিন সহ ইউনিয়নের সকল হাজীগণ, বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষক, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।ইফতারের পূর্ব মুহূর্তে সংক্ষিপ্ত বয়ান ও দোয়া পরিচালনা করেন-সিরাজগন্জ বনবাড়িয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওলানা মুফতী মঈনুল ইসলাম খান।