ভূঞাপুরে ২ কিন্ডার গার্টেন একত্রিকরণ মিলন মেলা

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের ভূঞাপুরের প্রাণ কেন্দ্রে অবস্থিত মর্নিংসান ও মেধা বিকাশ কিন্ডার গার্টেন দুটি একত্রি করে একটি কিন্ডার গার্টেন করার লক্ষে ভূঞাপুরে উভয় বিদ্যালয়ের ছাত্র ছাত্রী শিক্ষক অভিভাবকদের মিলন মেলা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ভূঞাপুর রেল ষ্টেশন মাঠে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মর্নিংসান কিন্ডার গার্টেনের পরিচালক মোঃ খায়রুজ্জামান ভুইয়া, উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শহিনুল ইসলাম তরফদার বাদল, সিরাজগঞ্জ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান ভুইয়া, ভূঞাপুর পৌর সভার প্যানেল মেয়র মোঃ আব্দুস সাত্তার মিয়া, কাউন্সিলর আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, সাংবাদিক মোঃ মিজানুর রহমান, ইব্রাহীম ভূইয়া প্রমুখ। পরে উভয় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে জানানো হয় এখন থেকে দুটি বিদ্যালয় একত্র হয়ে একটি নামে আত্ম প্রকাশ করে পরিচালিত হবে এবং শিক্ষার মান উন্নয়নে সদা কাজ করে যাবে।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

জামায়াতের আর্থিক সহায়তা পেলো ভূঞাপুরের শহিদ পলাশের পরিবার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ মো. ফিরোজ তালুকদার পলাশের পরিবারের পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *