ভূঞাপুরে ২ জনের ২বছর করে কারাদন্ড

লোকাল নিউজ ডেস্ক:
টাঙ্গাইলের ভূঞাপুরে ১ মাদক সেবী ও ১ কুখ্যাত চোর কে ২ বছর করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্যাট ঝোটন চন্দ বুধবার এ আদেশ দেন।
জানা যায়, উপজেলার ঘাটান্দি গ্রামের আব্দুল জলিল খাঁর ছেলে আব্দুস সাত্তার খাঁ (৩৬) কে অতিরিক্ত মাদক সেবন ও বাড়িতে নানা রকমের নির্যাতনের কারনে তার বাবার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত তাকে ২ বছরের কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করে। অপর দিকে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বারান্দায় ঘুমিয়ে থাকা রংপুর থেকে ধান কাটতে আসা দিন মজুরদের বিছানাপত্র হাতিয়ে টাকা পয়সা ও মোবাইল চুরির সময় ফসলান্দী গ্রামের হোসেন আলীর ছেলে ফারুক (২৫) কে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ভ্রাম্যমান আদালত তাকেও ২ বছরের কারাদন্ড দেয়। উল্লেখ্য উভয়ই একই অভিযোগে একাধিক বার কারা ভোগ করেছে।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে বিলে মিলল বস্তাবন্দি মরদেহ

টাঙ্গাইলের ভূঞাপুরে বিল থেকে অজ্ঞাত (৫৫) ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) …

Leave a Reply

Your email address will not be published.