লোকাল নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের ভূঞাপুরে মাদকের ওয়ারেন্ট ভূক্ত পলাতক ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। উপজেলার গোবিন্দাসী ও বলরামপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
থানা সূূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারী ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল ছালাম মিয়ার নির্দেশে গোপন সংবাদের ভিওিতে ভূঞাপুর থানা তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো গোবিন্দাসী গ্রামের জামাল আকন্দর ছেলে শহীদ আকন্দ (৩৫) ও বলরামপুর গ্রামের চান্দু হোসেন ফকিরের ছেলে মঞ্জু হোসেন ফকির ওরফে মঞ্জু (৩৫)। পরে তাদের টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়।
একটি মন্তব্য
Pingback: কালিহাতীতে দুই হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভুঞাপুর লোকাল নিউজ