নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে “ভূঞাপুর অঞ্চল কিন্ডার গার্টেন” বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১০.৩০ টা থেকে ১২ টা পর্যন্ত উপজেলার “রোজ বার্ড কিন্ডার গার্টেন” এর উদ্যোগে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় পরীক্ষার হল পরিদর্শন করেন- ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন, সহকারী প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আব্দুর রহিম, ভূঞাপুর কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি খাইরুজ্জামান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, রোজ বার্ড কিন্ডার গার্ডেনের পরিচালক মোঃ আবুল বাশার, গোবিন্দাসী ক্যাডেট স্কুলের পরিচালক হারুন অর রশিদ, মোঃ আব্দুল হালিম সরকার, জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ। বৃত্তি পরীক্ষায় উপজেলার মোট ২০টি প্রতিষ্ঠানের প্লে শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৮১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে।