আ.রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিস্কৃত মর্তুজ আলীকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। গত নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নৌকা প্রতীকের বিরুদ্ধে চশমা প্রতীকে এ ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেন তিনি। অথচ আওয়ামী লীগের পক্ষ থেকে বার বার বলা হচ্ছে শৃঙ্খলা ভঙ্গ করে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হলে তাকে নৌকা প্রতীক দেয়া হবেনা। তাহলে মর্তুজ আলীকে কেমনে মনোনয়ন দেয়া হলো। মর্তুজ আলীর জন্য জন্য কি দলের আলাদা আইন? দলের জন্য শ্রম দিয়ে আমি অলোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ওইসময় স্ট্যান্ডিং চেয়ারম্যান হয়েও গত নির্বাচনে দলীয় মনোনয়ন পাইনি। দলীয় লোকজন ও জনগনের চাপে আমি স্বতন্ত্র প্রার্থী হই। ওই নির্বাচন কলঙ্কিত করে আমাকে ১৪৯ ভোটে পরাজিত ঘোষনা করা হয়। রবিবার বিকালে ভূঞাপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে অলোয়া ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রহিজ উদ্দিন আকন্দ এসব কথা বলেন। তিনি বলেন, গত নির্বাচনে দুধ গোসলের বিষয়ে যে সমালোচনা হচ্ছে এটা ছিলো অনিচ্ছাকৃত। কষ্ট, ক্ষোভ আর দুঃখে দুধ দিয়ে গোসল করি। এ জন্য আমাকে অনেক ঘাত- প্রতিঘাত সইতে হয়েছে। জনগনের রায়ে আমি পরাজিত হলে আমার মনে কোন কষ্ট বা ক্ষোভ থাকতোনা। আমি আশা করেছিলাম দল এবার আমাকে ঠকাবেনা। তারপরও এবার আমি দলীয় মনোনয়ন পাইনি। এবারো নিরাস হলাম। তাই জনগনের ভালোবাসায় মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। ভূঞাপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ. রশিদ তালুকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাকের পরিচালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এটাও চেক করতে পারেন
ভূঞাপুরের পেপার বিক্রতা সামছ আলম আর নেই
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর আলেয়া পেপার হাউজের মালিক ( পত্রিকা বিক্রেতা) সামছুল আলম আর …