খুঁজুন
মঙ্গলবার, ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ভূঞাপুর-এলেঙ্গা সড়কে নিম্নমানের সামগ্রী দিয়ে চলছে ব্রীজ নির্মাণ ও সড়ক উন্নয়নের কাজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯, ৫:৪৪ অপরাহ্ণ
ভূঞাপুর-এলেঙ্গা সড়কে নিম্নমানের সামগ্রী দিয়ে চলছে ব্রীজ নির্মাণ ও সড়ক উন্নয়নের কাজ

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর-এলেঙ্গা সড়কে চলছে ব্রীজ নির্মাণ ও সড়ক উন্নয়নের কাজ। এতে পুরাতন ও নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কয়েকটি ব্রীজ নির্মাণের অভিযোগ উঠেছে। ঠিকাদারের দুর্নীতি ও সড়ক বিভাগের যোগসাজশে এ ধরনের কাজ হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। তবে ঠিকাদারের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।

টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, এলেঙ্গা-ভূঞাপুর সড়কের এলেঙ্গা থেকে চর গাবসারা পর্যন্ত ২০ কিলোমিটার সড়ক ২৪ ফিট প্রশস্তকরণ ও উন্নয়নের জন্য ৪৭ কোটি টাকার কাজ করছে ২টি ঠিকাদারী প্রতিষ্ঠান। আর ১০টি ব্রীজ ও ১টি কালভার্ট নির্মাণের জন্য বরাদ্দ ৫৩ কোটি টাকা। এতে ৩টি প্যাকেজে একাধিক ঠিকাদারী প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করছে। ১০০ কোটি টাকার প্রকল্প শুরু হয়েছে ২০১৮ সালের ১লা নভেম্বর। আর শেষ হবে ২০২০ সালের ২০শে জুন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের তাঁতিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ব্রীজের কাজ চলছে ঢিলেঢালাভাবে। ব্রীজের এপ্রোচ নির্মাণে ব্যবহার করা হচ্ছে পুরাতন ভাঙা ব্রীজের নষ্ট ইট দিয়ে। এরকম দৃশ্য আরো কয়েকটি ব্রীজে। এদিকে, এলেঙ্গা লুৎফর রহমান মতিন মহিলা কলেজ সংলগ্ন কালভার্টটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে অসম্পূর্ণভাবেই। কালভার্টের উত্তর ও দক্ষিণ এপ্রোচ সড়কের মাটি না থাকায় যানবাহন চলাচলের অসুবিধার শেষ নেই। এদিকে প্রতিটি ভাঙা ব্রীজের পাশে যাতায়াতের জন্য বানানো হয়েছে বিকল্প ডাইভারশন সড়ক। বিকল্প সড়কগুলো তৈরী হয়নি সিডিউল অনুযায়ী। ভাঙা ব্রীজের আবর্জনা দিয়েই তৈরি করা হয়েছে অধিকাংশ ডাইভারশগুলো। ডাইভারশনে নি¤মানের সামগ্রী ব্যবহার করায় এলাকাবাসী সড়ক অবরোধ করে প্রতিবাদ করেছিল। সড়কের শিয়ালকোল, কাগমারীপাড়া, নারান্দিয়া, ফুলতলা ও শ্যামপুর বিকল্প সড়ক একেবারে চলাচলের অনুপোযোগি হয়ে গেছে। বিকল্প সড়কের মাথায় নেই মাটি, একটু পর পরই গর্ত এবং ভাঙ্গা ইটের আবর্জনা। আবার সড়কের ওপরেই রাখা হয়েছে নির্মাণ সামগ্রী। রোদ থাকলে বিকল্প সড়ক ধুলোয় হয়ে যায় অন্ধকার। ছিটানো হয় না পানি। ফলে ছোট-বড় যানবাহনগুলো চরম ঝুঁকি নিয়েই ডাইভারশন পারাপার হচ্ছে প্রতিনিয়ত। ঝাঁকুনি আর ধুলোয় পথচারীসহ গর্ভবতী মহিলা ও বয়স্কদের ভোগান্তির শেষ নেই। ইতিমধ্যে বেশ কয়েকবার ডাইভারশনে মোটরযান উল্টে পড়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে। তার পরও কর্তৃপক্ষ দায়সাড়াভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

এ ব্যস্তময় সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন। তারাকান্দি সার-কারখানার মালবাহী যান চলাচলের প্রধান সড়ক এটি। নগরবাড়ী এলাকার ব্যবসায়ী মোতালেব হোসেন বলেন, এই সড়কে বিকল্প সড়কগুলো খুবই নিম্নমানের, যাতায়াতই করা যায় না। তাঁতিহারা ব্রীজে পুরাতন নষ্ট ইট ব্যবহার করা হচ্ছে। এগুলো দিয়ে কাজ করলে অল্প সময়ের মধ্যেই আবার চলাচলের অযোগ্য হয়ে যাবে। একই অভিযোগ করেছেন এলাকার অনেকেই।

এলাকাবাসী শিডিউল অনুযায়ী কাজ করার দাবি জানিয়েছেন। তাঁতিহারা ব্রীজের ঠিকাদারি প্রতিষ্ঠান নবারুল ট্রেডার্স লিমিটেডের প্রকৌশলী তারেক হোসেন বলেন, ব্রীজের উপর সাময়িকভাবে যান চলাচলের জন্য এই সামগ্রীগুলো ব্যবহার করা হচ্ছে। তবে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কথা তিনি অস্বীকার করেন। এই প্রকল্পের তত্ত্বাবধায়ক টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী নির্বাহী প্রকৌশলী সোহেল মাহমুদ বলেন, এই ইটগুলো ব্যবহার করা হচ্ছে সাময়িক চলাচলের জন্য। তবে তিনি নিম্নমানের ডাইভারশন নির্মাণের বিষয়টি স্বীকার করেন।

শেখ হাসিনার বিচারের দাবিতে ভূঞাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ৫:২৯ অপরাহ্ণ
   
শেখ হাসিনার বিচারের দাবিতে ভূঞাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (১১ নবেম্বর) সকালে ১১টায় ইউনিয়ন পরিষদ মাঠ থেকে শুরু গোবিন্দাসী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থান শেষ করেন।মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখন ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান শাহিন বলেন, রাষ্ট্র সুন্দর ভাবে চলতেছিলো কিন্তু নিষিদ্ধ সংগঠন দ্বারা এই সুন্দর রাষ্ট্র বিননষ্ট করার চেষ্টা চলছে। আমরা শহীদ জিয়া সৈনিকেরা থাকতে এটা হতে দিবো না। বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার নিয্যাতন চালিয়ে গুম খুন করা হয়েছে। এমনকি ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়েছে। আমরা এসব হত্যাকান্ডের বিচারের দাবি জানাই।এসময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাকছুদ জামিল মিন্টু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলম মন্ডল, উপজেলা বিএনপির কুটির শিল্প বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রবি, সিনিয়র সহ সভাপতি খাইরুল মাষ্টার, সিনিয়র যুগ্ম সম্পাদক শিবলী সাদিক, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সেচ্ছাসেবক দলের সভাপতি শরিফুল ইসলাম সবুজ, যুবদলের সভাপতি মাসুদ রানা, ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান সিনহা প্রমুখ।

ঘাটাইলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গন সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ১০:৩৩ অপরাহ্ণ
   
ঘাটাইলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গন সমাবেশ অনুষ্ঠিত
  1. নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৯ নভেম্বর)দুপুরে ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ঘাটাইল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ গন সমাবেশের আয়োজন করা হয়।

গণ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান মন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ্যাড. আহম্মেদ আযম খান। অনুষ্ঠানে প্রধান বক্তা জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালা উদ্দিন টুকু।বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,,( ঢাকা বিভাগ)কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো,টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন,সাধারণ  সম্পাদক এ্যাডঃ ফরহাদ ইকবাল।এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,ঘাটাইল উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল হক ছানা,সাধারণ  সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন, পৌর  বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এ বাসেত করিম,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক, সাইফুল হেলাল বিশ্ববাসি প্রমুখ। এ সময় বিএনপি, যুবদল,ছাত্রদল,শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালিহাতীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিক্ষক নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ২:৩৪ অপরাহ্ণ
   
কালিহাতীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিক্ষক নিহত

নিজস্ব প্রতিবেদক:  টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে আবদুল আলীম (৪৮) নামে এক কিন্ডারগার্টেনের শিক্ষক নিহত হয়েছেন। এ ছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

(more…)