মিজানুর রহমান: টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে সমিতির সাধারণ সভার মাধ্যমে গঠন করা হয়। এতে আব্দুর রহমান সভাপতি ও আজিজুর রহমান আরজু সম্পাদক নির্বাচিত হয়।

জানা যায় ভূঞাপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। শুক্রবার মানসম্মত শিক্ষা বিষয়ে আয়োজিত আলোচন সভায় শিক্ষকদের দাবীর প্রেক্ষিতে উপস্থিত অতিথিদের সমন্বয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত হলে তাৎক্ষনিক ভাবে ৩ জন সভাপতি ২জন সম্পাদক পদে প্রার্থী হয়। পরে দ্বিতীয় অধিবেশনের মাধ্যমে শিক্ষকদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে আব্দুর রহমান, সাধারণ সম্পাদক পদে আজিজুর রহমান আরজু বিজয়ী হয়। ৬১৮ জন ভোটারের মধ্যে ৫৭৯ জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করে। সভাপতি পদে আব্দুর রহমান ৩১৩ ও সম্পাদক পদে আজিজুর রহমান আরজু ৩৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়। প্রতিদ্বন্ধি সভাপতি প্রার্থী ছিলেন শামছুদ্দোহা, আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক প্রার্থী মো. শাহ আলম। নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন বাংলাদদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ সরকার। পরবর্তিতে সভাপতি, সম্পাদক ৩১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি গঠন করবেন বলে জানা যায়।