মামুন সরকার ভূঞাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে বাগবাড়ি নামক স্থানে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী মেছোবাঘ শুক্রবার সন্ধায় আটক করেছে স্থানীয় এলাকাবাসী। পরে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজে মেছোবাঘটিকে উদ্ধার করে হস্তান্তরের জন্য বনবিভাগ কর্তৃপক্ষকে জানান। গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম দুলাল ও প্রত্যক্ষরা জানান, সন্ধ্যার দিকে মেছোবাঘটি দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন মিলে জাল দিয়ে বাঘটিকে আটক করতে সক্ষম হয়। পরে তারা স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, স্থানীয় লোকজন মেছোবাঘটি জাল দিয়ে আটক করে প্রশাসনকে অবহিত করে। পরে ঘটনাস্থলে গিয়ে বাঘটিকে নিরাপদস্থানে পাঠানোর জন্য বনবিভাগ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।