ভূঞাপুর বাজার বনিক সমিতি নির্বাচনে সভাপতি লিটন কবির, সম্পাদক আরজু বিজয়ী

মোঃ আব্দুর রহীম মিঞা, ভূঞাপুর: টাঙ্গ্ইালের ভূঞাপুরে বাজার উন্নয়ন সমবায় মার্কেটিং সোসাইটি লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ।

ভূঞাপুর উপজেলা সদর ব্যবসায়িক প্রাণকেন্দ্র বাজার বণিক সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

শুক্রবার(২২ জুলাই) ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা থেকে শুরু হয়ে শান্তিপূর্ণ এ নির্বাচন বিরতীহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত চলে । নির্বাচনে মোঃ শাহজাহান কবীর লিটন সভাপতি (প্রতীক ছাতা, প্রাপ্ত ভোট ৫০১) নিকটতম প্রতিদ্বদ্বী মোঃ আব্দুল করিম (প্রতীক, দোয়াত কলম, প্রাপ্ত ভোট ৩২২) মোঃ আরিফুল ইসলাম আরজু সাধারণ সম্পাদক (প্রতীক মাছ, প্রাপ্ত ভোট ৪৩০) নিকটতম প্রতিদ্ব›দ্বী মোঃ আব্দুল রিয়াজ মোরশেদ (প্রতীক, মোরগ প্রাপ্ত ভোট ৩৪৪) নির্বাচিত হয়েছেন। এছাড়াও সহ-সভাপতি পদে মোঃ আঃ সালাম সরকার ( প্রতীক টিউবয়েল, প্রাপ্ত ভোট ৭৫০) নিকটতম প্রতিদ্ব›দ্বী মোঃ পিয়ার আলী ( গরুর গাড়ী, প্রাপ্ত ভোট ৩৬০) সদস্য ইব্রাহী খলিল ( প্রতীক তালা-চাবি, প্রাপ্ত ভোট ৯৬৫) ,মোঃ আমিনুল ইসলাম- ( প্রতীক, হাতপাখা, প্রাপ্ত ভোট ৮৯০) মোঃ খায়রুল ইসলাম-(প্রতীক, কলসী, প্রাপ্ত ভোট ৮৬১) মোঃ হাবিবুর রহমান (প্রতীক মোবাইল, প্রাপ্ত ভোট ৭৩৫) মোঃ আঃ আলীম (প্রতীক, মই, প্রাপ্ত ভোট ৭৩১), মোঃ আপেল মিঞা (প্রতীক খেজুর গাছ, প্রাপ্ত ভোট ৬৭৩), । ভোট গননা শেষে রাত ১২.১৫ মিনিটের দিকে ভূঞাপুর বাজার বনিক সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনা মোঃ গিয়াস উদ্দিন, সহকারী কমিশনার মোঃ মনিরুজ্জামান তরফদার, সহকারী কমিশনার মোঃ জসিম উদ্দিন ও সকল প্রতিদ্ব›দ্বী প্রাথীর এজন্ডদের উপস্থিতিতে প্রিজাডিং অফিসার মোঃ আব্দুর রহিম বেসরকারীভাবে এ ফলাফল ঘোষনা করেন। এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ ও ভোট প্রদান শুরু হয় । দীর্ঘ দিন পর ভুঞাপুর বাজার সমবায় সমিতির নির্বাচনে ভোটাররা শান্তিপূর্ণ ও উৎসব মূখর পরিবেশে ভোট প্রদান করতে পেরে খুশিতে উৎফুল্ল হয়ে পরেন। এসময় ভোট প্রদান করেন উপজেলা আওযামী লীগের সভাপতি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ তাহেরুল ইসলাম তোতা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল ও বিভিন্ন পদে প্রতিদ্ব›দ্বী প্রাথীসহ ১ হাজার ১ শত ৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন । তবে শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হওয়ার পর গণনার এক পর্যায়ে ক্ষমতাসীন দলীয় প্রভাবশালী জেলা পর্যায়ে এক নেতা ফলাফলকে ভিন্নখাতে প্রভাবিত করার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া যায় । এ পর্যায়ে উপজেলা আওযামী লীগের সভাপতি, নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তা, প্রশাসন নিরপক্ষতা,সততা ও নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করায় সুষ্ঠ নির্বাচন ও ফলাফল ঘোষনা করতে সক্ষম হন। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা মোঃ আব্দুর রহিম বলেন বাজার বনিক সমিতি নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করার জন্য যা যা করণীয় তা সবই করেছি। কোন প্রকার অনিয়ম হতে দেওয়া হয়নি। ভোটাররা নিবিঘেœ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে। কোন প্রার্থী কোন অভিযোগ এখন পর্যন্ত করেনি।আমরা সততার সাথে আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযত ভাবে পালনে চেষ্টা করেছি। ভূঞপুর বাজার বনিক সমিতির নির্বাচনে আইন -শৃঙ্খলা দায়িতে নিয়োজিত থাকা ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম বলেল, শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণের জন্য যা যা করণীয সবই আমরা করেছি। কোন প্রকার অনিয়ম এখানে হতে দেওয়া হয়নি। সারিবদ্দভাবে লাইনে দায়িয়ট প্রদান করেছে । এ নির্বাচনে ভোটার ছিলো ১২০১ জন।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

শিক্ষার্থীদের উপর শ্রমিকদের হামলা, দুই শ্রমিককে এক বছর করে কারাদণ্ড!

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *