ভূঞাপুর বীর মুক্তিযোদ্ধা বাছেদ তালুকদার বিয়োগ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আ:রশিদ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের পুকুরিয়া শিয়ালকোল গ্রামের মৃত আহাম্মদ তালুকদারের ছেলে বীর মুক্তিযোদ্ধা আওয়ামীলীগ নেতা আ: বাছেদ তালুকদার (৬৮) গত ১৮ মার্চ সকালে তার নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। ইন্নানিল্লাহি …………..রাজিউন। গত ১৯ মার্চ সকালে পুকুরিয়া শিয়ালকোল প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা নামাজ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদায় সশস্ত্র সালাম ও পুষ্পসস্তবক দেয় ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা দায়িত্বপ্রাপ্ত অফিসার ঝোটন চন্দ। জানাজা নামাজে অংশ নেন ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল হালিম এডভোকেট, ভাইস-চেয়ারম্যান মো: সাহীনুল ইসলাম তরফদার বাদল, ভূঞাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম এ মজিদ মিয়া, ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো: আব্দুর রহিম, পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর খন্দকার জাহিদ হাসানসহ অসংখ্য ধর্মপ্রাণ মুসুল্লিয়ান জানাজা নামাজে অংশ নেন। জানাজা শেষে মরহুমের স্থানীয় কবরস্থনে দাফন সম্পূন্ন হয়। মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা আ: বাছেদ তালুকদার ১ ছেলে ২ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে মুনিয়া হত্যা মামলার আসামি স্বামী মুস্তাক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল ভূঞাপুরে জান্নাতুল ফেরদৌস মুনিয়া (৩১) হ”ত্যা” মামলার আসামি স্বামী মুস্তাককে (৪৭)গ্রেফতার …

Leave a Reply

Your email address will not be published.