নিজস্ব প্রতিবেদক ঃ টাঙ্গাইলের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০১৯ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল সোমবার সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহিনুর ইসলাম, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ মহীউদ্দিন, ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রশিদুল ইসলাম, উপজলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী জহুরুল, শিক্ষক প্রতিনিধি মোঃ হারুন অর রশিদ, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান, বিদায়ী ছাত্র সুদিপ্ত ভৌমিক, বিদায় দেওয়ার পক্ষে ইকরামুল হাসান নাবিল। পরে দোয়া পরিচালনা করেন ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মওলানা শহিদুল ইসলাম, অনুষ্ঠান সঞ্চালনায় অত্র বিদ্যালয়ের শিক্ষক মোঃ আরিফুজ্জামান খান। এবছর ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে নিয়মিত ১৬১ ও অনিয়মিত ৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করবে।
