লোকাল নিউজ ডেস্ক : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার দূর্ঘম চরাঞ্চলের ১০৭ নং সোহরাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর করেছে । বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা টাঙ্গাইল জেলা ইউপি সচিব সমিতির সভাপতি মো: সোহরাব আলীর উদ্যোগে রবিবার (০১ সেপ্টেম্বর) দিনব্যাপি এ শিক্ষা সফরের আয়োজন করা হয়।

শিক্ষা সফর ২০১৯ উপলক্ষে নৌকাযোগে বিদ্যালয় থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপার গড়িলাবাড়ি ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে ইকো পার্কে যায় শিক্ষার্থীরা। পরে দুপুরে আনন্দঘন পরিবেশে ভোজ শেষে হয়।এ সময় বিদ্যালয় পরিচালনা পরিষতের সদস্য,শিক্ষক/শিক্ষিকা উপস্থিত ছিলেন। এ বছর বিদ্যালয়ের ৩য়,৪র্থ ও ৫ম শ্রেনীর ১২০ জন শিক্ষার্থী শিক্ষা সফরে অংশগ্রহন করে।