মোঃ নাসির উদ্দিন, ভূঞাপুুর সংবাদদাতা: “সবার জন্য টেকসই এবং সমৃদ্ধ সমাজ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে ২৬ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ১৯ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০১৭ উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুুরে ৩ ডিসেম্বর রবিবার বেলা সাড়ে ১১ টায় এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এ্যাডভোকেট আব্দুল হালিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ একে এম কাউসার চৌধুরী, আওয়ামীলীগ নেতা আজহারুল ইসলাম, পৌর কাউন্সিলর খন্দকার জাহিদ হাসান প্রমূখ। বক্তারা প্রতিবন্ধীদের সমাজের বোঝা মনে না করে সর্র্বস্তরের মানুষকে তাদের পাশে দাড়ানোর আহবান জানান।
এটাও চেক করতে পারেন
জামায়াতের আর্থিক সহায়তা পেলো ভূঞাপুরের শহিদ পলাশের পরিবার
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ মো. ফিরোজ তালুকদার পলাশের পরিবারের পাশে …