রমজানের শুরুতেই ভূঞাপুরে বিদ্যুৎ বিপর্যয়

নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র মাহে রমজানে সরকার ঘোষিত সারাদেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও রমজান মাসের শুরুতেই ১ম রোযার দিন শুক্রবার ইফতারির আগেই ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়র মুখে পরে টাঙ্গাইলের ভূঞাপুরবাসী।ভূঞাপুুরে বিদ্যুৎ বিপর্যয়ের ফলে কল কারখানা,ফার্ম খামারি, দোকানি ও আবাসিক গ্রাহকরা ভোগান্তিতে পড়েছে। ভূঞাপুুরে বিদ্যুৎ বিপর্যয়ের বিষয়ে সাধারন গ্রাহকরা দোকানের সামনে এবং চায়ের স্টলে বসে নানা সমালোচনার ঝড় তোলা ছাড়া যেন তাদের করার কিছু নেই।
এব্যাপারে ভূঞাপুর বিদ্যুৎ সরবরাহের নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সহকারী প্রকৌশলী ইব্রাহীম খলীল এই প্রতিবেদককে জানান, ৩৩ কেভি বিদ্যুৎ নতুন লাইনে এলেঙ্গা নামক স্থানে বিদ্যুৎ লাইনের একটি পিন ফেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। পরের দিন শনিবার সকাল থেকে বিদ্যুৎ বন্ধ থাকার কারণ হিসেবে জানান, টাঙ্গাইল থেকে ভূঞাপুর বিদ্যুৎ সরবরাহের জন্য পুরাতন যে তার ব্যবহার হয়ে আসছে তা সর্বোচ্চ ১৫ মেঘা ওয়াট ক্ষমতা সম্পর্ণ, এটি পরিবর্তন করে ৩৫ মেঘা ওয়াট ক্ষমতা সম্পর্ণ তার ১৮ কিলোমিটার পর্যন্ত লাগানো হচ্ছে। এসব কারণে প্রায় প্রতিদিন সকাল থেকে অন্তত ১২টা পর্যন্ত, কোনো কোনো দিন বিকেল ৫টা পর্যন্ত ভূঞাপুর নির্বাহী প্রকৌশলীর আওতাধীন সকল প্রকার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে। কতদিন পর্যন্ত এই পুরাতন লাইন সরিয়ে নতুন লাইন লাগানো শেষ হবে এ ব্যাপারে সঠিক কোনো দিন তারিখ বলতে পারেনি বিদ্যুৎ এর এই কর্মকর্তা ।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

টাঙ্গাইল জেলা বিএনপি‘র ১০দফা দাবী বাস্তবায়নের লক্ষে জনসমাবেশ

নিজস্ব প্রতিবেদক গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, বিদ্যুৎ, গ্যাস’সহ দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, বর্তমান সরকারের সর্বগ্রাসী দূর্নীতি, …

Leave a Reply

Your email address will not be published.