নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পুজা উদযাপন কেন্দ্রীয় কমিটির কর্মসুচির অংশ হিসেবে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পুজা উদযাপন কমিটি সোমবার সকাল ১০টায় নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে এক মানববন্ধন করেছে। ভূঞাপুর থানার সামনে বাজার রোডে আয়োজিত এ মানববন্ধনে অন্যান্যর মধ্যে অংশ নেয় ভূঞাপুর উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বাবু সরণ দত্ত, সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ দাস, সহ-সম্পাদক বাবু সুভাশীষ দেব, ভূঞাপুর বাজার হিন্দু যুব সংঘের সভাপতি সঞ্জিত কুমার দাস, সাধারণ সম্পাদক সুমন কুমার দেব প্রমুখ। মানববন্ধনে উপস্থিত বক্তারা অবিলম্বে এই হত্যা কান্ডের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি দাবী করেন।