আব্দুর রহীম মিঞা, ভূঞাপুর ঃ স্বাস্থ্য খাতে বিশেষ অবদান রাখার জন্য জাতীয় পুরুস্কার পেলেন ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্স ।
জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচী ভায়া ও সিবিই কেন্দ্র এর জাতীয়ভাবে ৩য় স্থান অর্জন করলেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স । ইলেকট্রনিক ডাটা ট্যাকিংসহ জনসংখ্যা ভিত্তিক জরায়ু-মুখ স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচীর বিশেষ ভূমিকা রাখার কৃতিত্বের জন্য এই পুরুস্কার দেওয়া হয়্ । বুধবার ২ নভেম্বর বঙ্গ বন্ধু শেখ মুজিব মেডিলকেল বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য ও শিক্ষা পরিবার কল্যাণ বিকাশ এই পুরুস্কার দেন। ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এই পুরুস্কার তুলে দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় মন্ত্রী ডাঃ জাহিদ মালেক । টাঙ্গাইল জেলা সিভিল সার্জন এর উপস্থিতে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য পারিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোবহান ও সিনিয়র স্টাফ নার্স খালেদা আক্তার এই পুরুস্কার গ্রহন করেন। ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য পারিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোবহান বলেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক , নার্সদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ এই পুরুস্কার। এই পুরুস্কার শুধু হাসপাতালের স্টাফদের নয় এ পুরুস্কার পুরো ভূঞাপুর বাসীর। ভূঞাপুরের সব পেশার মানুষের সহযোগীতায় আজকে আমাদের এই অর্জন। জাতীয়ভাবে এই পুরুস্কার পাওয়ায় চিকিৎসক , নার্সদের অনুপ্রেরনা ও কাজের আগ্রহ আরো অনুপ্রানিত করবে। জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং একটি জটিল প্রক্রিয়া । এ প্রক্রিয়ার উন্নত চিকিৎসার সেবা দিতে পেরে এবং জাতীয়ভাবে পুরুস্কার পাওয়ার গর্ভবোধ করছেন তিনি।