ভূঞাপুরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত

লোকাল নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরে ৭ই র্মাচ ঐতিহাসিক ভাষণ ইউনস্কেোর মেমরি অব দ্য ওর্য়াল্ড’ ইন্টারন্যাশনাল রেজিস্ট্রিারে অর্ন্তভুক্তি ও বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যর স্বীকৃতি পাওয়ায় সারাদশেরে ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে শুক্রবার সকালে কমলমতি শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠতি হয়ছে।
উপজেলা প্রশাসনের উদ্যাগে মিলায়তনে এই প্রতিযোগীতার আয়োজন করা হয়। এতে বিভিন্নি স্কুলরে শির্ক্ষাথীরা অংশগ্রহন করে।
জাতরি পিতা বঙ্গবন্ধু শেখ মুজবিুর রহমানরে অসামান্য র্অজনকে যথাযথ র্মযাদায় বভিন্নি অনুষ্ঠানরে মধ্যে দিয়ে পালন করা হয়।
চত্রিাঙ্কন ও রচনা প্রতিযোগীতা পরর্দিশন করনে উপজলো নির্বাহী র্কমর্কতা ঝোটন চন্দ।
এসময় উপস্থতি ছলিনে উপজলো পরষিদরে ভাইস চয়োরম্যান সাহনিুল ইসলাম তরফদার বাদল, উপজলো শক্ষিা র্কমর্কতা শাহনওেয়াজ পারভীন, মাধ্যমকি একাডমেকি সুপারভাইজার তাহমনিা আক্তার, উপজলো সহকারি প্রাথমকি শক্ষিা র্কমর্কতা সাখাওয়াত হোসনে, ভূঞাপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ আতোয়ার রহমান, সাবেক সভাপতি মিজানুুর রহমান সহ সভাপতি আব্দুর রশিদ তালুকদার, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম আকন্দ, ভূঞাপুর রিপোটার ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম ভূ্ইয়া।

SAMSUNG CAMERA PICTURES

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে খন্দকার হায়দার আলী স্মৃতি কল্যাণ সংস্থার উদ্যোগে বৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ

নিজম্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে খন্দকার হায়দার আলী স্মৃতি কল্যাণ সংস্থার উদ্যোগে বৃত্তি পরীক্ষা ও পুরস্কার …