ভূঞাপুরে সাংবাদিকের পোস্টের পর সেলাই মেশিন পেলো আশ্রয়ণ প্রকল্পের মমতা

নিজস্ব প্রতিবেদক : ভূঞাপুরে সাংবাদিকের পোস্টের পর প্রধান মন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের অসহায় হত দরিদ্র মমতা রাণী শীল পেলো সেলাই মেশিন।

আনন্দ টিভির টাঙ্গাইল প্রতিনিধি আল আমিন শোভন মমতা রাণী শীলের ওপর একটি প্রতিবেদন পোস্ট করেন। প্রতিবেদনটি ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভূঞাপুর পৌর মেয়র মাসুদুল হক মাসুদের নজরে আসলে তিনি অসহায় হত দরিদ্র মমতা রাণী শীলকে সেলাই মেশিনসহ কিছু উপহার সামগ্রি প্রদান করেন।মঙ্গলবার (৪ এপ্রিল) সাংবাদিকদের মাধ্যমে একটি সেলাই মেশিনসহ উপহার সামগ্রি সাংবাদিকবৃন্দ অসহায় হত দরিদ্র মমতা রাণী শীলের নিকট পৌছে দেয়। এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি শাহ আলম প্রামাণিক, যুগান্তর প্রতিনিধি আসাদুল ইসলাম বাবুল , যায়যায়দিন প্রতিনিধি অধ্যাপক আখতার হোসেন খান, আনন্দ টিভির প্রতিনিধি আল আমিন শোভন, সাংবাদিক শফিকুল ইসলাম শাহীন, ফরমান শেখ,খন্দকার মাসুদ রানা, মাহমুদুল হাসান প্রমুখ।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে আলহাজ্ব খন্দকার হায়দার আলী স্মৃতি কল্যাণ সংস্থার উদ্যেগে নগদ অর্থ প্রদান

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে আলহাজ্ব খন্দকার হায়দার আলী স্মৃতি কল্যাণ সংস্থার উদ্যেগে ঘাটান্দী আলহাজ্ব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *