ঘাটাইলে গাছের হাসপাতালের উদ্বোধন !

ঘাটাইল প্রতিনিধি ॥

মানুষ কিংবা পশু-পাখির রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসার জন্য হাসপাতাল প্রয়োজন এটা স্বাভাবিক । কিন্তু গাছর জন্য হাসপাতাল এটা হয়তো অনেকের অজানা বা হাস্যকর মনে হলেও আসলে সত্যিই গাছের অভিনব হাসপাতাল চালু হলো টাঙ্গাইলের ঘাটাইলে। এ হাসপাতালে মানুষ কিংবা পশুর চিকিৎসা দেয়া হবে না। দেয়া হবে শুধু উদ্ভিদ ও ফসলের জন্য।

গাছেরও প্রাণ আছে, শত বছর আগে বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু এ কথার প্রমাণ করে গেছেন। তাই গাছেরও যতœ দরকার। অযতœ আর বিভিন্ন রোগ বা পোকার আক্রমণে গাছ মরে যেতে পারে। পাতা শুকিয়ে যাওয়াসহ বিভিন্ন রকমের মড়গ দেখা যায় প্রতিনিয়ত। এই অসুস্থ গাছের পরিচর্যায় চালু হলো গাছের হাসপাতাল! গ্রীণ কেয়ার ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই হাসপাতাল চালু করেছে। গতকাল রবিবার বিকেল ৪টায় ঘাটাইল শহীদ সালাহ উদ্দীন সেনানিবাস শাহপুর মোড়স্থ স্থানে এই ব্যতিক্রমধর্মী গাছের এই হাসপাতাল কার্যক্রমের উদ্বোধন করা হয়। গাছের হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা কৃষি অফিসার আব্দুল মতিন বিশ্বাস । উপস্থিত ছিলেন ঘাটাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.হায়দার আলী, গ্রীণ কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান গণেশ কর্মকার ও পরিচালক রকিবুল হাসান উজ্জলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

এ সংগঠনটির উদ্দেশ্য একটি পরিচ্ছন্ন ও মানবিক নগর হিসেবে গড়ে তোলা। তাদের এই কাজ এগিয়ে নিতে প্রথমে ‘ভ্রাম্যমাণ গাছের হাসপাতাল’ কার্যক্রম শুরু করে সংগঠনটি। এই হাসপাতালের মাধ্যমে গাছের সেবা ও পরিচর্যার কার্যক্রম মানুষের দোরগোড়ায় বিনা মূল্যে পৌঁছে দেবে এ সংগঠনটি।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

শ্রাবণে বোরো ধান চাষে মেতে উঠেছে ভূঞাপুরের কৃষক

মোঃ আব্দুর রহীম মিঞা,ভূঞাপুর : শ্রাবণে বোরো ধান চাষে মেতে উঠেছে  টাঙ্গাইলের ভূঞাপুরের কৃষক । …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *