টাঙ্গাইলে এমপিও ভূক্তির দাবিতে শিক্ষক কর্মচারী ফেডারেশনের মানববন্ধন

মামুন সরকার ঃ সারাদেশের ন্যায় টাঙ্গাইলের সকল উপজেলার স্বীকৃতিপ্রাপ্ত সকল ননএমপিও স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে টাঙ্গাইল কেন্দীয় শহীদ মিনারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৯ ফেব্রুরায়ি সকাল ১১ ঘটিকায় টাঙ্গাইল কেন্দীয় শহীদ মিনার প্রাঙ্গণে ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে এ মানববন্ধন করা হয়। ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি শেখ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এবং বিভিন্ন উপজেলার ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানগণ বক্তব্য রাখেন। মানববন্ধনে সকল ননএমপিও স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান। অবিলম্বে এই দাবি আদায় না হলে কেন্দ্রীয় কমিটির মাধ্যমে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

পরে, মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেন।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

টাঙ্গাইলে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক টাঙ্গাইলের ঃ টাঙ্গাইলে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published.