ভূঞাপুরে সাড়ে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ হিসেবে বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শনিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলীফ নূর মিনি, থানা অফিসার ইনচার্জ মো.রাশিদুল ইসলাম। বক্তব্য রাখেন অর্জুনা ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা,উপজেলা কৃষকলীগ সম্পাদক মো. হযরত আলী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমান। সূত্র জানায়, উপজেলার ৬ টি ইউনিয়ন ও পৌরসভার ১ হাজার কৃষকের প্রত্যেককে ১ কেজি সরিষা বীজ ২০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি সার, ১ হাজার ৪শ কৃষকের প্রত্যেককে ২ কেজি ভূট্টা বীজ ২০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি সার, ৫’শ কৃষকের প্রত্যেককে ১ কেজি তিল বীজ ২০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি সার, ৪’শ কৃষকের প্রত্যেককে ২০ কেজি গম ২০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি সার, ১’শ কৃষকের প্রত্যেককে ১০ কেজি চিনা বাদাম ১০ কেজি ডিএপি ৫ কেজি এমওপি সার এবং ১০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি ৫০০ গ্রাম সূর্যমুখী বীজ ২০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন