নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে স্থানীয় পর্যায়ে সরকারি সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় প্রশাসনের সাথে স্থানীয় নাগরিক প্রতিনিধিদের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সামাজিক সেচ্ছাব্রতী নেতৃবৃন্দের আয়োজনে এবং আগা খান ফাউন্ডেশন ও রিজওয়ান আদাতিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা ভ্যাটেনারী সার্জন ডা. শরিফ আব্দুল বাছেদ, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুল ইসলাম বাবুল, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাহমিনা আক্তার, ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত, ইত্তেফাকের সাংবাদিক অভিজিৎ ঘোষ, প্রজেক্ট কোর্ডিনেটর আবু বক্কর সিদ্দিক, ডিএফ খায়রুল বাশার, দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী সৈয়দ নাছির উদ্দিন প্রমুখ।
এরআগে আগা খান ও রিজওয়ান আদাতিয়া ফাউন্ডেশনের সেচ্ছাব্রতীরা কমিউনিটি ফিলানথ্রোপি উদ্যোগে অসহায় এবং দরিদ্র মানুষের উপকারে আসছে। সরকারী সেবাদানকারী বিভাগের সাথে যোগাযোগের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা, মাতৃত্ব, ভিজিএফ, ভিজিডি ইত্যাদি ভাতা হতদরিদ্র এবং অসহায়দের সুযোগ তৈরি হয়েছে। ইস্যুভিত্তিক বিভিন্ন ক্যাম্পেইন, উঠান বৈঠক, মতবিনিময়সভা নিয়মিতভাবে পরিচালিত হওয়ায় প্রকল্পভুক্ত গ্রামগুলোতে এক ধরনের ইতিবাচক প্রভাব পড়েছে। গ্রামবাসীদের স্বেচ্ছাশ্রমে এবং সোশ্যাল লিডারদের আবেদনের প্রেক্ষিতে ইউনিয়ন ও উপজেলা প্রশাসন সহযোগিতায় রাস্তা তৈরি, রাস্তা সংস্কার, সাঁকো/ব্রিজ নির্মান ইত্যাদি কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। বন্যার্তদের জন্য খাদ্যসামগ্রী, কাপড় , ঔষধ এবং শীতকালে শীতবস্ত্র সংগ্রহ করে বিতরণ করা হয়েছে। এছাড়া ২০১৭ সালে এই তিনটি ইউনিয়নের ক্ষতিগ্রস্থদের মাঝে কৃষি বীজ (৪৩৫জনকে ৫কেজি বোর ধান বীজ, ৩৬০জনের সবজী বীজ ও ১৫০ জনের গোখাদ্য বীজ) বিতরণ করা হয়। চিকিৎসার ব্যবস্থা, মিডডে মিলের ব্যবস্থা, লেখাপড়া চালিয়ে নেয়া, আত্মকর্মসংস্থান তৈরি, ঘর তৈরি, সবুজ বনায়নসহ বিভিন্ন ধরনের অসংখ্য উদ্যোগ গড়ে উঠেছে সেচ্ছাব্রতীদের মাধ্যমে।
অন্যদিকে সেচ্ছাব্রতীরা কমিউনিটি মিটিং ১১টি, বিভিন্ন সামাজিক ইস্যু বিষয়ে ৬৬টি ক্যাম্পেইন, ৩টি রিভিউ এন্ড ফলোআপ মিটিং, ১টি লার্নিং এন্ড শেয়ারিং মিটিং, ৬টি ইউনিয়ন পরিষদের সাথে এডভোকেসি মিটিং, ৩টি ইউনিয়ন পরিষদে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন ১১টি সেবা প্রদানকারী ও সেবা গ্রহীতার মতবিনিময় সভা করেছে বলে মতবিনিময়সভায় উল্লেখ করা হয়।