নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে ‘খাদ্যবান্ধব কর্মসূচি’র ডিলারশিপ না পাওয়ায় খাদ্য কর্মকর্তার হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছেন গাবসারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম।
সোমবার (১০ মার্চ) উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ কাজী হামিদুলের অফিসে এসে এই হুমকি দেন তিনি।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ৬ মার্চ খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ নিয়োগে উপজেলা পরিষদ হলরুমে উন্মুক্ত লটারির আয়োজন করে উপজেলা প্রশাসন ও খাদ্য কর্মকর্তার কার্যালয়। এতে উপজেলার ছয়টি ইউনিয়নের ১৪ জন ডিলার নিয়োগে ৫১ জন আবেদনকারীরা অংশ নেন। তিনি লটারিতে ডিলারশিপ না জেতায় ক্ষোভে সোমবার সকালে উপজেলা খাদ্য কর্মকর্তা কার্যালয়ে বিএনপি নেতা নুরু ও ঠাণ্ডুকে সঙ্গে নিয়ে খাদ্য কর্মকর্তার হাত কেটে নেওয়ার হুমকি দেন।অফিস সহকারী হৃদয় বলেন, ‘সকালে ছালাম তার দলবল নিয়ে অফিসে প্রবেশ করে গালাগাল শুরু করেন।পরে লটারির মাধ্যমে যারা নিয়োগ পেয়েছেন তাদের ডিও বন্ধ রাখার কথা বলে খাদ্য কর্মকর্তা স্যারের হাত কেটে নেওয়ার হুমকি দেন তিনি।’ খাদ্য কর্মকর্তা বলেন, ‘হঠাৎ করে অফিসে এসে গালাগাল ও হুমকি-ধমকি শুরু করেন ছালাম। উন্মুক্ত লটারির মাধ্যমে নিয়োগ পাওয়া ব্যক্তির ডিও বন্ধ না করলে হাত কেটে ফেলার হুমকি দেন তিনি। বিষয়টি উপজেলা নির্বাহী স্যারকে জানিয়েছি।
অভিযোগের বিষয়ে ছালাম বলেন, ‘খাদ্য কর্মকর্তা অতিরিক্ত কথা বলেছেন। তার সঙ্গে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. পপি খাতুন বলেন, ‘এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে লোকেরপাড়া ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান হায়দার আলী তালুকদার এর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ মার্চ)স্থানীয় ছয়ানি বকশিয়া ঈদগা মাঠে তালুকদার পরিবারের উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার পূর্ব আলোচনায় সাবেক চেয়ারম্যান এর একমাত্র পুত্র মো: রাসেল তালুকদার তার পিতার জন্য দোয়া প্রার্থনা করেন একই সাথে তার বাবার ইফতার মাহফিলে আসার জন্য সকলের প্রতি কৃতঞতা প্রকাশ করেন।এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন,দপ্তর সম্পাদক মো:মফিজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম ভূইয়া,সদস্য মো:মিলটন,লোকেরপাড়া ইউনিয়ন বিএনপি র সভাপতি মো: আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক মো: ফরহাদ হোসেন, সহ-সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক শাহেদ পারভেজ,ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহাদত হোসেন, শ্রমিকদল সভাপতি লিটন,ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ আল মানিক, সাধারণ সম্পাদক লিটন প্রমূখ।এছাড়া বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : মাহে রমজানে দিনের বেলায় হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকানে পর্দা টানিয়ে প্রকাশ্যে দিবালোকে পানাহার বন্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিগণ।
রমজানে পবিত্রতা রক্ষা ও সকল অশ্লীলতা বন্ধে সোমবার (৩ মার্চ) বাদ যোহরের নামাজ আদায় শেষে উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এ প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি গোবিন্দাসী-যমুনা সেতু আঞ্চলিক মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোবিন্দাসী বাজারে এসে শেষ হয়। এসময় প্রায় শতাধিক মুসল্লি মিছিলে অংশ নেয়।এর আগে কষ্টাপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জাহাঙ্গীর হোসেনের আহ্বানে মুসল্লিরা গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হন।
আপনার মতামত লিখুন