কক্সবাজার বিমানবন্দরে গোপনাঙ্গে ইয়াবা রেখে ধরা খেলেন যুবতী

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার বিমানবন্দরে কনডমে ভরে বিশেষ অঙ্গে লুকিয়ে ইয়াবা পাচার করতে গিয়ে ধরা পড়েছেন শ্যামলী বেগম (২৮) নামে এক নারী। আটককৃত শ্যামলী বেগম টাঙ্গাইলের মির্জাপুর গড়াই এলাকার আজাহার মিয়ার স্ত্রী।সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ৩ টার দিকে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা তল্লাশিকালে ইয়াবাসহ তাকে আটক করে।

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক একেএম সাইদুজ্জামান জানান, আটক শ্যামলী বেগম একটি বেসরকারি ফ্লাইটের যাত্রী ছিলেন। নিরাপত্তা গেটে দায়িত্বরত নারী আনসার তল্লাশিকালে তার দেহ থেকে ইয়াবা উদ্ধার করেন। বিশেষ অঙ্গে ঢুকানো কনডমের ভেতর রাখা ছোট ছোট বেশ কয়েকটি পোটলায় ৫ শতাধিক ইয়াবা পাওয়া যায়। বিকেলেই তাকে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) খায়রুজ্জামান বলেন, এ ঘটনায় মা’দক আইনে মামলা করা হয়েছে।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে বিলে মিলল বস্তাবন্দি মরদেহ

টাঙ্গাইলের ভূঞাপুরে বিল থেকে অজ্ঞাত (৫৫) ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) …

Leave a Reply

Your email address will not be published.