নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতি সড়ক দূর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২ জন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার চাটিতাপাড়া নামকস্থানে বালুবাহী ট্রাক-সিএনজি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার তারাবাড়ি গ্রামের সোহেল রহমান ছেলে মো:আব্দুল্লাহ (১০) ও ভূঞাপুর উপজেলার শিয়ালকোল গ্রামের মেসের সরকারের স্ত্রী মনোয়ারা বেগম (৬৫)।নিহতের নানা মো: জাকির হোসেন জানান, সোমবার দাওয়াত খাওয়ার জন্য পরিবারের লোকজন নিয়ে পাহাড়ে যাচ্ছিলো কালিহাতি চাটিতাপাড়া পৌছালে বালুবাহী ট্রাক-বাসের মাঝে সিএনজি চাপা খেয়ে এ দূর্ঘটনা ঘটে। পরে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শামিম হোসেন তাদেরকে মৃত্যু ঘোষনা করেন। নিহত আব্দুল্লাহ ভূঞাপুর প্রভাতী কিন্ডারগার্টেন এর ৪র্থ শ্রেনীর ছাত্র।তার মৃত্যুতে তারাবাড়ি গ্রামে শোকের ছায়া পড়েছে।