নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে আল মামুন(৩৯) নামে এক শ্রমিক নিহত হয়েছেন । রবিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে সল্লা ইউনিয়নের আনালিয়াবাড়ী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মামুন সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার দেউরা গ্রামের শাহজামাল ও আলেয়া বেগমের ছেলে। টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই সাকলাইন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, আল মামুন একটি ট্রাকের যাত্রী ছিলেন। আনালিয়াবাড়িতে ট্রাক থেকে নেমে তিনি রেল লাইনের পাশে প্রস্রাব করছিলেন। এ সময় কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান।অপরদিকে, রবিবার সকাল ৮টার দিকে কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের সরাতৈল নামক স্থানে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ৫০ বছর বয়সী এক অজ্ঞাত মহিলা নিহত হয়েছেন।বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের মাষ্টার মারফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার সকাল ৮টার দিকে কালিহাতী উপজেলার সরাতৈল নামক স্থানে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত(৫০) এক মহিলা মারা যান।