গোপালপুরে পোনামাছ অবমুক্তকরণ

নিজস্ব প্রতিবেদক ঃ “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি,বর্ষাপ্লাবিত ধানক্ষেত,প্লাবনভূমি,প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তি কার্যক্রমের আওতায় রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে গোপালপুর উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পোনামাছ অবমুক্তকরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.পারভেজ মল্লিক, জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আবদুর রাশেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্রাচার্য, ওসি (তদন্ত) মো. মামুন ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল আলম, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম লাভলু প্রমুখ।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইলে ছাত্র হত্যায়: মন্ত্রী-এমপিসহ ৫৬ নেতার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইল পুলিশের সাথে সংঘর্ষ ও পুলিশের গুলিতে নিহত স্কুল ছাত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *