- নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৯ নভেম্বর)দুপুরে ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ঘাটাইল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ গন সমাবেশের আয়োজন করা হয়।
গণ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান মন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ্যাড. আহম্মেদ আযম খান। অনুষ্ঠানে প্রধান বক্তা জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালা উদ্দিন টুকু।বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,,( ঢাকা বিভাগ)কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো,টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন,সাধারণ সম্পাদক এ্যাডঃ ফরহাদ ইকবাল।এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,ঘাটাইল উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল হক ছানা,সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন, পৌর বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এ বাসেত করিম,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক, সাইফুল হেলাল বিশ্ববাসি প্রমুখ। এ সময় বিএনপি, যুবদল,ছাত্রদল,শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন