লোকাল নিউজ ডেস্কঃ বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঘাটাইলে মানববন্ধন করেছে করেছে উপজেলা শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সামনে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ১ ঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ.খ.ম রেজাউল করিম, উপজেলা ছাত্রদলের সভাপতি হাসানুজ্জামান তরুন, সাধারণ সম্পাদক মো.আফজাল হোসেন, যুবদলের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ সাগর প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।