ঘাটাইলে আর্ন্তজাতিক প্রবীণ দিবস পালিত


আব্দুল লতিফ ঘাটাইল প্রতিনিধি:
“সমাজ হোক সব বয়সের সমান উপযোগী”- এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে আর্ন্তজাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার প্রবীণ হিতৈষী সংঘ ঘাটাইল শাখার আয়োজনে সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরের এসে শেষ হয়।


পরে উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আলহাজ্ব হাসান আলী মিয়ার সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনের এক আলোচনা সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার ভুমি মোসা. নুর নাহার বেগম.সরকারী জি.বি.জি.কলেজের সাবেক অধ্যক্ষ শামছুল আলম মনি,ঘাটাইল পৌর মেয়র শহিদুজ্জামান খান,সাবেক অধ্যাপক আহম্মেদ দিদার,সাবেক অধ্যাপন ড.মমতাজ বেগম,সাবেক ডেপুটি কমান্ডার ও বীরমুক্তিযুদ্ধা এন.এম.এন. শাহ নেওয়াজ,বিআরডিবির চেয়ারম্যান মো.রুহুল আমীন প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক অধীর চন্দ্র সাহা।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইলে ছাত্র হত্যায়: মন্ত্রী-এমপিসহ ৫৬ নেতার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইল পুলিশের সাথে সংঘর্ষ ও পুলিশের গুলিতে নিহত স্কুল ছাত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *