ঘাটাইলে কাজী নূরুল আলম শিশু বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আব্দুল লতিফ,ঘাটাইল প্রতিনিধি:

ঘাটাইলে কাজী নূরুল আলম শিশু বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘাটাইলের পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজে এপরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় দেউলাবাড়ী ইউনিয়নের প্রাথমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শ্রেণী থেকে ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত ৩ শত ৫০ জন শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ১নং দেউলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম খান,উপদেষ্ঠা মন্ডলীর সদস্য মধুপুর আউশনারা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব জয়নাল আবেদীন ভূইয়া,কালীহাতি আর এস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অনুপম কুমার রায়, পাকুটিয়া পাবালিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জীবনু নিছা, কাজী নূরুল আলম শিশু বৃত্তির সভাপতি ব্যাংকার কাজী আরঙ্খজেব,কেন্দ্র সচিব ও পাকুটিয়া অক্সফোর্ড কিন্ডার গার্টেন অধ্যক্ষ সাকের আহম্মেদ,ইউপি সদস্য মো.রহিজ উদ্দিন,নুচিয়া মাহমুদপুর সরকারী স্কুলের শিক্ষক মো.শাহজাহান আলী, ভূয়াপুর কলেজের অধ্যাপক শ্যামল কান্তি পাল,পাকুটিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজাহারুল ইসলাম (বি.এস.সি),মো.আব্দুল রাজ্জাকপ্রমুখ সহ আরও বিভিন্ন রাজনৈতিক নেতৃবন্দ।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

টাঙ্গাইলে চিত্র নায়ক মান্না ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

তুহিন মিয়া, টাঙ্গাইল : টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার এলেঙ্গার বাগানবাড়ীর তালুকদার ভবনে গত শুক্রবার (১৪ …

Leave a Reply

Your email address will not be published.