ঘাটাইলে চোলাই মদের কারখানার সন্ধান ২ জন আটক

লোকাল নিউজ ডেস্ক ঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌর এলাকার ভানিকাতরা এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে দেশীয় চোলাই মদের কারখানা সন্ধান ২জন কে আটক করেছে পুলিশ । এ সময় ৫০০ লিটার মদ উদ্ধার করা হয়। আটকৃতরা হলো মৃত খোয়াজ আলীর ছেলে আব্দুল জলিল(৪৫)মৃত জুরান আলীর ছেলে আব্দুল করিম তাদের দুজনের বাড়ী পৌর এলাকার ভানীকাতরা গ্রামে।ঘাটাইল থানার উপপরিদর্শ(এসআই) আব্দুল মান্নান ও (এসআই)আবু হানিফ জানায় পৌর এলকার ভানীকাতরা গ্রামের আব্দুল জলিল,আব্দুল করিম দির্ঘদিন যাবৎ দেশীয় চোলাই মদ তৈরী ও বিক্রি করে আসছে।গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয় ।মদের গোডাউনে থাকা ৫০০লিটার দেশীয় মদ ভর্তি ৯ড্রাম উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

ঘাটাইলের লোকেরপাড়া ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক :টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে লোকেরপাড়া …

Leave a Reply

Your email address will not be published.