ঘাটাইলে ট্রাকের ধাক্কায় কলা ব্যবসায়ীর মৃত্যু

আব্দুল লতিফ ঘাটাইল প্রতিনিধিঃ

ঘাটাইলে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে বাদশা মিয়া (৪৬) নামে এক কলা ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামের মৃত জবান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গত রোববার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় বাড়ি থেকে ব্যাটারি চালিত ভ্যান ভর্তি কলা নিয়ে সখিপুর থানার কুতুবপুর বাজারে যাচ্ছিল। পরে উপজেলার সাগরদিঘী- সখিপুর সড়কের সাগরদিঘি পল্টনপাড় নামক স্থানে এলে পিছন থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও রোগমুক্তি কামনায় ঘাটাইল উপজেলা ও পৌর …

Leave a Reply

Your email address will not be published.