আব্দুল লতিফ ঘাটাইল প্রতিনিধি:
“শেখ হাসিনার নির্দেশ ডেঙ্গু মুক্ত পরিচ্ছন্ন বাংলাদেশ”- এই শ্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান আয়োজন করে বঙ্গবন্ধু সোনার বাংলা যুব সংগঠন । এ উপলক্ষে রোবার দুপুরের ঘাটাইল উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র্যালী বের করে সংগঠনটি ।
র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়। র্যালী শেষে কলেজ মোড় চত্বরে পরিচ্ছন্নতা অভিযান চালান সংগঠনের সদস্যরা । এসময় উপস্থিত ছিলেন,ঘাটাইল সহকারী কমিশনার ভুমি মোসা. নুর নাহার বেগম, পৌর মেয়র শহীদুজ্জামান খান, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু সোনার বাংলা যুব সংগঠনের প্রধান উপদেষ্টা মো.শহিদুল ইসলাম খান হেস্টিংস, ভাইস চেয়ারম্যান কাজী আরজু,মহিলা ভাইসচেয়ারম্যান শাহীনা সুলতানা শিল্পী, ঘাটাইল উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বঙ্গবন্ধু সোনার বাংলা যুব সংগঠনের সহ সভাপতি মো.সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক মো. রাজু আহম্মেদ প্রমুখ সহ সংগঠনের সদস্যরা।