আঃ রশিদ তালুকদার ঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাঁচটিকরী গ্রামের মতিউর রহমানের ছেলে বিখ্যাত মাদক ব্যবসায়ী আবুল কালাম আজাদ ওরফে ভুট্টো (৩৫) কে ৫৫ পিস ইয়াবাসহ তার বাড়ি থেকে আটক করে ঘাটাইল থানা পুলিশ। তার নামে ইতি পূর্বে ঘাটাইল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে ৬ টি মামলা রয়েছে। গত ২১ ফেব্রুয়ারি বুধবার বিকেলে ঘাটাইল থানার এস আই মোঃ সেকান্দর আলীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। ভুট্টো উত্তর টাঙ্গাইলের নাম করা মাদক সম্রাট মিনহাজ উদ্দিন তালুকদারের অন্যতম সহযোগি। টাঙ্গাইলের ঘাটাইল, গোপালপুর ও ভুঞাপুরসহ কয়েক টি উপজেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। আটক কৃত মাদক ব্যবসায়ী ভুট্টোকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করেছে । তাকে আটক করায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে এবং তার দৃষ্টান্ত মূূলক শাস্তি দাবী করেছে।
এটাও চেক করতে পারেন
ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও রোগমুক্তি কামনায় ঘাটাইল উপজেলা ও পৌর …