আব্দুল লতিফ ঘাটাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে সরকার নির্ধারিত এক হাজার চল্লিশ টাকা মন দরে বোরো ধান ও নির্ধারিত ৩৬ টাকা কেজি মূল্যে চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। আজ (১৯.০৫.১৯) বিকালে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় এমপি আতাউর রহমান খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম লেবু। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পী, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ কামাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক ঘাটাইল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন । এ ছাড়াও আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার শাহজাহান, ঘাটাইল ইউপি চেয়ারম্যান হায়দর আলী, চাল কল মালিক ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।