ঘাটাইলে সাংবাদিকদের সাথে জেলা তথ্য অফিসের প্রেসব্রিফিং

আব্দুল লতিফ,ঘাটাইল প্রতিনিধি:-সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা তুলে ধরে জেলা তথ্য অফিসারের আয়োজনে ও ঘাটাইল উপজেলা প্রশাসনের সহয়োগীতায় টাঙ্গাইলের ঘাটাইলে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর বুধবার বিকেলে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ অনুষ্ঠানে সরকারের বিভিন্ন উন্নয়ন ও সাফল্য অর্জনের বিষয় গুলো তুলে ধরেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহম্মেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ঘাটাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক,কৃষি কর্মকর্তা মতিন বিশ্বাস,সমাজসেবা কর্মকর্তা সানজিদা সুলতানা,ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি আতা খন্দকার সম্পাদক রবিউল আলম বাদল, সদস্য ও নিউজ ২৪ টিভির জেলা প্রতিনিধি মো.আতিকুর রহমান,ঘাটাইল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও আনন্দ টিভির ঘাটাইল প্রতিনিধি আব্দুল লতিফসহ বিভিন্ন স্থানীয়, জাতীয় প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

কালিহাতিতে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ ৪জন নিহত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীর মীরহামজানি এলাকায় ট্রেনে কাটা পড়ে মা ও মেয়েসহ চার নারী নিহত …

Leave a Reply

Your email address will not be published.