ঘাটাইলে সাংবাদিকদের সাথে ভাইস-চেয়ারম্যান প্রার্থী সজীব সরকারের মতবিনিময়


ঘাটাইল প্রতিনিধি:
ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা সজীব সরকার মঙ্গলবার সন্ধ্যায় ঘাটাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেদ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শেখ মো.খোরশেদ আলম,কেদ্রীয় কমিটির সদস্য রাজেস রায়,পৌর আহবায়ক মো. রাসেল সিকদার,যুগ্ম আহবায়ক ইমরান হোসেন মিঠুন,জাতীয় শ্রমিকলীগের সদস্য সচিব মো.দুলাল মিয়া,যুগ্¥ আহবায়ক বজলুর রহমান, যুবলীগনেতা সাইফুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় কালে তিনি বলেন,আমি যদি উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারি ঘাটাইলকে মাদক মুক্ত করে ছাড়ব,এবং বাল্য বিবাহ রোধ করবো। এছাড়া ঘাটাইলকে একটি মডেল টাউন হিসেবে গড়ে তোলার জন্য প্রাণপণ চেষ্টা চালাব। এ জন্য আমি উপজেলারবাসীর কাছে দোয়া এবং সার্বিক সহযোগীতা কামনা করছি। সাংবাদিকদের পেশাগত কাজে সর্বদা নিজেকে নিবেদিত রাখব এবং উন্নয়নের পাশে থাকব।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

ঘাটাইলের লোকেরপাড়া আলহাজ্ব ফজর উদ্দিন তালুকদার মহিলা হাফিজিয়া নুরানিয়া মাদরাসা শিক্ষার্থীদের ছবক প্রদান অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার  লোকেরপাড়া আলহাজ্ব ফজর উদ্দিন তালুকদার মহিলা হাফিজিয়া নুরানিয়া মাদরাসার নাজরানা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *