আব্দুল লতিফ ,ঘাটাইল প্রতিনিধি
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন ঘাটাইল উপজেলা মৎস্য কর্মকর্তা। গতকাল বুধবার উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় “মৎস্য সেক্টরের সমৃদ্ধি,সুনীল অর্থনীতির অগ্রগতি” শীর্ষক প্রতিপাদ্য বিষয়ে স্থানীয় সাংবাদিকদের অবহিত করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা আখতার তামান্না। তিনি সপ্তাহব্যাপি বিভিন্ন কর্মসূচিরও বর্ননা দেন।

এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম. সিনিয়র সহ-সভাপতি খান ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামান মিঞা, সিনিয়র সাংবাদিক সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ , যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ , কোষাধ্যক্ষ মো. মাসুম মিঞা ,সহকারী মৎস্য কর্মকর্তা মো. আনিসুর রহমান সহ মৎস্য অধিদপ্তর কমকর্তারা উপস্থিত ছিলেন।