ঘাটাইলে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


আব্দুল লতিফ,ঘাটাইল প্রতিনিধি:
২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যেতে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কৌশল নিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশাল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুলাই) ঘাটাইল উপজেলা পরিষদ হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে টাঙ্গাইল জেলা প্রশাসনের সহযোগিতায় ও ঘাটাইল উপজেলা প্রশাসন আয়োজিত এ দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।

উক্ত কর্মশালায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালার মূল উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন- টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সেলিম আহমেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঘাটাইল উপজেলার চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম লেবু,সহকারী কমিশনার ভূমি মোসা.নুরনাহার বেগম,পৌর মেয়র শহীদুজ্জামান খান, এছাড়াও কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, জন প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, সমাজকর্মী, সাংবাদিকবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

ঘাটাইলের লোকেরপাড়া আলহাজ্ব ফজর উদ্দিন তালুকদার মহিলা হাফিজিয়া নুরানিয়া মাদরাসা শিক্ষার্থীদের ছবক প্রদান অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার  লোকেরপাড়া আলহাজ্ব ফজর উদ্দিন তালুকদার মহিলা হাফিজিয়া নুরানিয়া মাদরাসার নাজরানা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *