আব্দুল লতিফ ঘাটাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় জামাল উদ্দিন (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে একজন । গতকাল রোববার (২৯ সেপ্টম্বর) সকালে পোড়াবাড়ি-গারোবাজার সড়কের ছনখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ঘাটাইল থানার পুলিশ ও দিগড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন জানায়, পোড়াবাড়ি-গারোবাজার সড়কের ছনখোলা নামক স্থানে সিএনজি ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয় । এ সময় উপজেলার দিগড় গ্রামের কাজিম উদ্দিনের ছেলে জামাল উদ্দিন (৪০) গুরুতর আহত হয়। গুরতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতলে নেয়ার পথে তার মৃত্যু হয়। সে একজন সবজি ব্যবসায়ী । এ ঘটনায় সিএনজি চালক মুন্নাফ আহত হয়।
এটাও চেক করতে পারেন
ঘাটাইলে ডিবিসির একান্ত সাক্ষাৎকারে এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির
নিজস্ব প্রতিবেদক: ডিবিসির ইলেকশন এক্সপ্রেসে সাক্ষাৎকার দিয়েছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও জাতীয় …