ঘাটাইল প্রতিনিধি:যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে১০ ডিসেম্বর ঘাটাইল সোমবার হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।
ঘাটাইল উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু,উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ,উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, সরকারী জিবিজি কলেজের অধ্যক্ষ শামছুল আলম মনি,ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো.তোফাজ্জল হোসেন,ডেপুটি কমান্ডার শাহনেওয়াজ,মহিলা ভাইস চেয়ারম্যান কানিজ ফাতেমা,ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এনামুল হক,মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া,এমদাদুল হক খান হুমায়ন, প্রেসক্লাবের সভাপতি মো.নজরুল ইসলাম প্রমুখ। র্যালীতে ঘাটাইল বিভিন্ন পর্যায়ের সরকারি বেসরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধার পরিবারবর্গসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।