আব্দুল লতিফ ঘাটাইল প্রতিনিধি
ঘাটাইল শিক্ষক সমিতি নির্বাচনী তফসিলে অনিয়মের অভিযোগ তুলেছে প্রার্থীরা। নির্বাচনে প্রার্থীদের লিখিত অভিযোগে জানা যায়,২৬ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষনার পর ২ অক্টোবর ছিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। ওই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঘাটাইল শিক্ষক সমিতির কার্যালয়ে সহকারীরিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র প্রত্যাহার করার কথা। কিন্তু ওই দিন সহকারীরিটার্নিং কার্যালয় তালাবদ্ধ ছিল। ফলে তারা রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগেদেন। অভিযোগকারিদের মধ্যে আওয়ামীলিগ সমর্থিত প্রার্থী জীবুননিছা সাংবাদিকদের ব্রিফিং-এ জানান অনিয়মভাবে নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করা হচ্ছে।তিনি প্রহসনমুলক তফসিল স্থগিত করনের দাবি জানান।
জানতে চাইলে খলিলুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, সহকারি রিটার্নিং অফিসার সকলের সামনে মৌখিকভাবে আমাকে দায়িত্বদেন। সেই মোতাবেক আমি মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে আড়াইটা পর্যন্ত থাকার পর কয়েকজন লোক এসে আমাকে ডেকে নিয়ে যায়। ওই সময় জামুরিয়া স্কুলের প্রধান শিক্ষক মোবাইল ফোনে মনোনয়ন প্রত্যাহার করতে চান ও যথারিতী জমাও দেন। জানতে চাইলে সহকারি রিটার্নিং অফিসার ওসমান আলী মিয়া বলেন, আমি অসুস্থ থাকায় ২৯ সেপ্টেম্বর ঘাটাইল সরকারী উচ্চবিদ্যালয়ের সহ শিক্ষক খলিলুর রহমানকে মৌখিকভাবে দায়িত্ব দেই। তার কাছে এ পর্যন্ত ৪ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তারা যে অভিযোগ করেছে তা সত্য নয়।