ঘাটাইল হোটেল রেস্তোরা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিকী নির্বাচন মুক্তার সভাপতি হানিফ সম্পাদক নির্বাচিত

আব্দুল লতিফ ঘাটাইল প্রতিনিধি:
টাঙ্গাইল  জেলা হোটেল রেস্তোরা ও মিষ্টির দোকান শ্রমিক ইউনিয়ন  ঘাটাইল উপজেলা শাখার ত্রি-বার্ষিকী   নির্বাচনে  মো. মুক্তার হোসেন  সভাপতি ও  মো.আবু হানিফ মিঞা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার ঘাটাইল সরকারী গণ পাইলট উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে এই নির্বাচনের ভোট গ্রহন। সন্ধা ৬টায়   নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

এ বিষয়ে   প্রধান নির্বাচন কমিশনার মো.নয়ন উদ্দিন নয়ন  জানান,  এবারের নির্বাচনে মোট ভোটার ৪ শত ১০ জন  ভোটের মধ্যে ৩৭৩ জন ভোট দিয়েছেন। এর মধ্যে সভাপতি পদে মো.মুক্তার আলী  (২৭৫ ভোট),  সাধারণ সম্পাদক পদে মো.আবু হানিফ মিঞা (২৬২ ভোট), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো.কামাল হোসেন ( ১৭১ভোট), সহ-সাধারণ সম্পাদক পদে মো.সোহেল রানা (২০৮),শ্রী সুশান্ত চন্দ্র ঘোষ ( ১৮৯),সাংগঠনিক সম্পাদক পদে মো.আনিছুর রহমান (১৭২ ভোট) পেয়ে নির্বাচিত হন। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন,ঘাটাইল ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ও হোটেল রেস্তোরা ও মিষ্টির দোকান শ্রমিক ইউনিয়ন ঘাটাইল উপজেলা শাখার উপদেষ্টা মো.নয়ন উদ্দিন নয়ন। সহকারী কমিশনার নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন,ঘাটাইল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো.বেলায়েত হোসেন,উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.রোকনুজ্জামান (ঠান্ডু),সাবেক কাউন্সিলর মুনছুর আহম্মেদ,সাবেক ভিপি আবু সাইদ রুবেল। প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন,ঘাটাইল সরকারী  জিবিজি কলেজের অধ্যাপক মো.শহিদুল ইসলাম,আবু নইয়িম মোহাম্মদ আব্দুল করিম রতন,সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন,ঘাটাইল সরকারী জি.বি.জি.কলেজের অধ্যাপক মো.আলসালে আহম্মেদ, বিরাহীমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আমীর আলী। পোলিং অফিসার দায়িত্বে ছিলেন,মাইধারচালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শাহজাহান মিয়া,মুকুল একাডেমী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো.বাদল তালুকদার ।
এ সময় হোটেল রেস্তোরা ও মিষ্টির দোকান শ্রমিক ইউনিয়ন ঘাটাইল উপজেলা শাখার উপদেষ্টা ও  নির্বচান পরিচালনা কমিটির আহবায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আ: হালিম রনি,যুগ্ম আহবায়ক মো.লুৎফর রহমান উপস্থিত ছিলেন।
নির্বাচনে কোনো অপ্রীতিকর পরিস্থিতির কোনো ঘটনা ঘটেনি বলে জানান প্রধান নির্বাচন কমিশনার ।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে বিলে মিলল বস্তাবন্দি মরদেহ

টাঙ্গাইলের ভূঞাপুরে বিল থেকে অজ্ঞাত (৫৫) ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) …

Leave a Reply

Your email address will not be published.