নিজস্ব প্রতিবেদক : নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও বিশ্ব নৌ দিবস পালন করেছে টাঙ্গাইল জেলা প্রশাসক। রবিবার (০৬ অক্টোবর) সকাল ১১ টার দিকে পৌর শহরের বিবেকানন্দ স্কুল এন্ড কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান ও জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ প্রমুখসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়াও অনুষ্ঠান ও র্যালিতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এটাও চেক করতে পারেন
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইলে ছাত্র হত্যায়: মন্ত্রী-এমপিসহ ৫৬ নেতার বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইল পুলিশের সাথে সংঘর্ষ ও পুলিশের গুলিতে নিহত স্কুল ছাত্র …