টাঙ্গাইলে যৌনপল্লী‌তে আগুন, পুড়লো ৪০ ঘর

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল শহরের কান্দাপাড়া এলাকায় যৌনপল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর একটার দিকে যৌনপল্লীর একটি ঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে ব‌লে নিশ্চিত করেছেন টাঙ্গাইল ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

আগুন দ্রুত আশেপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ৪০ টি ঘর পুড়ে গেছে ।
এসময় বাসিন্দারা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে একঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

যৌনপল্লীর নেত্রী মনোয়ারা বেগম বলেন, ‘দুপুরের দিকে একটি রান্না ঘরের গ্যাস সিলিন্ডার থেকে এ আগুনের সূত্রপাত হয়। কিছু বুঝে উঠার আগেই তা আশেপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এসময় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই প্রায় অর্ধশতাধিক ঘরের সমস্ত কিছুই পুড়ে যায়।’অগ্নিকাণ্ডে ঘর ও মালামালসহ প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হ‌য়ে‌ছে বলে দাবি করেন তিনি।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

কিশোরীকে ভাড়া করে এনে পতিতাবৃত্তি করার সময় স্বামী-স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে কিশোরীকে ভাড়া করে এনে পতিতাবৃত্তি করার সময় স্বামী ও স্ত্রীকে …

Leave a Reply

Your email address will not be published.