টাঙ্গাইলে ৭ মাসের অন্তঃসত্ত্বা মা ও শিশু মেয়েকে কুপিয়ে হত্যা


নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে সদর উপজেলার পৌর এলাকার ভাল্লুককান্দী গ্রামে ৭ মাসে অন্তঃসত্ত্বা মা ও তার চার বছরের মেয়েকে গলাকেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


জানা যায়, শনিবার দিবাগত রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই নারী একই গ্রামের আলামিনের স্ত্রী লাকী বেগম (২২) ও তাদের মেয়ে আলিফা (৪)। এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, শনিবার দিবাগত রাত ১২ টার দিকে দুর্বৃত্তরা বাড়িতে ডুকে মা ও মেয়েকে গলাকেটে ও কুপিয়ে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইলে ছাত্র হত্যায়: মন্ত্রী-এমপিসহ ৫৬ নেতার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইল পুলিশের সাথে সংঘর্ষ ও পুলিশের গুলিতে নিহত স্কুল ছাত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *